শিরোনাম

বাউফলে বৈষম্যবিরোধী আন্দোলন স্মরণে অনুষ্ঠান

Views: 7

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বাউফল সরকারি কলেজের ২০১ নম্বর কক্ষে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহীদ বাউফল উপজেলার ৬ জনসহ সকল শহীদ ও আহতদের স্মরণে কোরআন তেলাওয়াত এবং দোয়া করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য অতিথিরা।

স্মরণসভায় বক্তব্য দেন কলেজের শিক্ষার্থীরা এবং শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের তরুণ প্রজন্ম বৈষম্যের শৃঙ্খল ভেঙে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করেছিল। এই আন্দোলন এক মাসের মধ্যে কাঙ্ক্ষিত বিজয় এনে দেয়। আমাদের সবার উচিত এই প্রেরণাকে ধারণ করে নিজেদের অবস্থান থেকে দেশ গড়ার দায়িত্ব পালন করা।”

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, এবং আন্দোলনের পেছনের কারণ, এর সূচনা এবং বিজয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা নিজেদের পরিবেশনার মাধ্যমে আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *