শিরোনাম

বাউফলে ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই

Views: 14

পটুয়াখালীর বাউফল উপজেলায় আবুল কালাম ওরফে কুট্রি মল্লিক নামের এক পাইকারি মুদি ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে, বাউফল পৌর শহরের লিচুতলা এলাকায়।

ভুক্তভোগী কুট্রি মল্লিক কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার একজন পাইকারি ব্যবসায়ী। তিনি জানান, বগা বন্দরের খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহ করে রাতে কালাইয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন একজন কর্মচারী। লিচুতলা এলাকায় পৌঁছানোর পরপরই ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর তাদের ওপর হামলা চালিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হলেও কাউকে তিনি চিনতে পারেননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং আমরা এর ভিত্তিতে তদন্ত শুরু করেছি। দুর্বৃত্তরা স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ জোরালো চেষ্টা চালাচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতের অন্ধকারের কারণে কেউ ঠিকভাবে কিছুই দেখতে পারেনি, ফলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফল থানা পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *