শিরোনাম

বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে গেছে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরও ২টি বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গতকাল (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগা ফেরিঘাট সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহার কাজী, সবুজ কাজী, রেজাউল কাজী, দুলাল কাজী, সোহেল কাজী, জসিম খান, রফিক খান ও ফজলুল খান রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অগ্নিকাণ্ডটি প্রথমে আতহার কাজীর বসতঘর থেকে শুরু হয়। দ্রুতই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে একে একে ৬টি বসতঘর পুড়ে যায়, পাশাপাশি ২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও দীর্ঘ সময় কেউ কল রিসিভ করেননি। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ জানান, এটি একটি চুলার আগুন থেকে শুরু হয়েছিল এবং নদীতীরবর্তী এলাকায় হওয়ায় পানি সরবরাহ ভালো থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, “ভুক্তভোগীরা প্রথমে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেছিল, তবে সংযোগে বিলম্ব হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কোনো বিলম্ব হয়নি। নদীপথে ফেরি করে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print