পটুয়াখালীর বাউফল উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া (৭০) গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছিলেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় বাউফল পাবলিক মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নাজিরপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বাউফল মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উপজেলা প্রশাসন, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম