শিরোনাম

বাউফলে যুবলীগ কর্মী আহত

Views: 45

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী বাউফলে দোকানে চা পান করতে আসেন স্থানীয় যুবলীগ কর্মী শিউর রহমান নিউটন (৩৭)। এসময় তাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বাউফলের কাশিশুরী ইউনিয়নে এস.এ. ইনস্টিটিউশনের সামনে এই ঘটনা ঘটে। আহত নিউটনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এস.এ. ইনস্টিটিউশনের সামনে চা পান করতে আসেন নিউটন। হঠাৎ ৮-৯ জন দুষ্কৃতকারী এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, আহত ব্যক্তির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *