শিরোনাম

বাউফলে শাশুড়িকে মারধরের ঘটনায় জামাই গ্রেপ্তার

Views: 45

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে মাদক সেবনের প্রতিবাদ করায় শাশুড়িকে হাত-পা বেঁধে মারধর করে জামাই ফয়সাল।

এ ঘটনায় শ্বশুরের দায়ের করা মামলায় জামাই মো. ফয়সাল হোসেন (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ফয়সাল কাগুজিরপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, বিয়ের পর থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে ফয়সাল। এ নিয়ে প্রায়ই ফয়সাল ও তার স্ত্রী আঁখি বেগমের মধ্যে ঝগড়াঝাটি হতো। ফয়সালের এই মাদকসেবনে প্রতিবাদ করে শাশুড়ি নাসিমা বেগম। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার দুপুর ১২টার দিকে শাশুড়িকে মারধর করেন ফয়সাল। এ ঘটনায় ওইদিন রাতে শ্বশুর রফিক হাওলাদার বাদী ফয়সালসহ চার ব্যক্তির নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত সোমবার রাত ৯টার দিকে স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফয়সালকে গ্রেপ্তার করে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *