![](https://i0.wp.com/www.chandradipnews24.com/wp-content/uploads/2025/02/new-vision-1.gif?resize=971%2C91&ssl=1)
পটুয়াখালী জেলার বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত তরিকুল ইসলাম শরীফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে অটো ও মটর চালক শ্রমিকরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল ঢাকা মহাসড়কের বগা বন্দর সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী মহাসড়কটি অবরোধ করার ফলে ঢাকা, বরিশাল এবং পটুয়াখালীগামী শতশত যাত্রী দুর্ভোগে পড়েন।
এ সময় নিহত তরিকুল ইসলামের স্ত্রী রোমানা বেগম, তার দুই শিশু সন্তান তাসপিয়া (৫) ও তামিম শরীফ (৩) কে নিয়ে সরকারের কাছে ন্যায় বিচারের দাবিতে আহাজারি করেন। নিহতের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং গাড়ির চালক এখনও ধরা-ছোঁয়ার বাহিরে রয়েছে।
![](https://i0.wp.com/www.chandradipnews24.com/wp-content/uploads/2025/02/payra-sm.jpg?resize=800%2C450&ssl=1)
এছাড়া, গত ২৩ জানুয়ারি ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন বগা এলাকার রাজনগর স্থানে তরিকুল ইসলামের ওপর বাসের চাকা উঠিয়ে তাকে পিষ্ট করে চলে যায়, যা সাথে সাথেই তাকে ঘটনাস্থলে নিহত করে।
এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, হোন্ডা চালক বেল্লাল কাজী, উপজেলা ছাত্রদল সদস্য কাওসার হোসেন, শ্রমিকদল সদস্য মীর খলিল এবং বগা হাফেজী মাদ্রাসার মুহতামীম আসাদুজ্জামান নূরী।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম