শিরোনাম

 বাউফলে ৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী, চলছে ধর্মঘট

Views: 5

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ৩৬ ঘণ্টা পার হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিবু বণিকের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার থেকে কালাইয়া বন্দরের প্রায় ৫০০ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন। আজ রবিবার দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে। বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম। দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় ভয়াবহ ঘটনা ঘটে। ডাকাত দল শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে ৭ লাখ টাকা লুট করে এবং তাকে ট্রলারে করে অপহরণ করে। শিবু বণিক কালাইয়া বন্দরের একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটা, এবং অন্যান্য পণ্যের পাইকারি ব্যবসার পাশাপাশি বড় বড় কোম্পানির পরিবেশক হিসেবেও কাজ করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, শিবু বণিককে উদ্ধারে পুলিশের কয়েকটি টিম নিরলসভাবে কাজ করছে। ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, দ্রুত তাকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অপহরণকাণ্ডের এমন ভয়াবহতায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *