মো: আল-আমিন (পটুয়াখালী): নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাউফল পৌরসভার আয়োজনে ৭৭ জন হাফেজ দ্বারা ৭৭ বার কুরআন খতম করা হয়। এরপর কেক কেটে শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করেন বাউফল পৌরসভার মেয়র আলহাজ্ব জিয়াউল হক জুয়েল। পরে পৌরসভার ছাদ বাগান এবং বিভিন্ন ওয়ার্ডে ৭৭টি বৃক্ষরোপণ করা হয়।
এছাড়া দিন ব্যাপী অনুষ্ঠানমালায় দোয়া মোনাজাত হাফেজদেরকে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও একই কর্মসূচি পালিত হয়।
এ সময় বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সহ-সভাপতি এফএম ইউসুফ, দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুল, সাধারণ সম্পাদক মোসা. ইসরাত জাহান, পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়েও বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।