শিরোনাম

বাকেরগঞ্জে অনুমোদন বিহীন দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের দাবি

Views: 43

বরিমাল অফিস:: রুট পারমিট ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোডে অনুমোদন বিহীন ঢাকাগামী দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম অনুমোদন বিহীন ছাড়া ওই রুটে পরিবহন চলাচল বন্ধের দাবি জানিয়ে বরিশাল জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি, বাকেরগঞ্জ, বরিশাল (রেজি নং-১৯৬৮/০৯) এর আওতাধীন রুটে প্রায় ৪০/৫০টি বাস ও মিনিবাস গাড়ি বরিশাল বিআরটিএ কর্তৃক অনুমতি নিয়ে বাকেরগঞ্জ থেকে বিভিন্ন রুটে চলাচল করে। হাইওয়ে ব্যতীত তাদের সমিতির আওতাধীন আঞ্চলিক রুটে কোনো রকমের অনুমোদন ছাড়াই দূরপাল্লার পরিবহন বেআইনিভাবে চলাচল করে।

বাকেরগঞ্জ টু ডিসি রোডের রাস্তাটি খুবই সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এই রাস্তায় ছোট ছোটো ব্রিজ ও কালভার্ট রয়েছে। যার ওপর দিয়ে পরিবহন চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *