বাকেরগঞ্জে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এই অভিযানে ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে কাচা ইটও ধ্বংস করা হয় এবং এক ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল এই তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এবং পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জহিরুল ইসলাম। অভিযানে সহায়তা করে সেনা বাহিনী, বাকেরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস।
এই অভিযানে ৪টি ড্রাম চিমনী এবং ২টি অবৈধ জিগজ্যাগ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, বিশেষত এগুলো মাটি, পানি এবং বাতাসের দূষণ ঘটায়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযানের এই সাফল্যের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম