শিরোনাম

বাচসাস নির্বাচনে সভাপতি কামরুল হাসান ও সম্পাদক রাহাত সাইফুল নির্বাচিত

Views: 30

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাহাত সাইফুল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল।

সকাল থেকে শুরু হওয়া এই দ্বি-বার্ষিক সাধারণ সভায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কামরুল-রাহাত পরিষদ জয়ী হয়। নির্বাচন শেষে কামরুল হাসান দর্পণ বলেন, “ভোটারদের বিপুল সমর্থন পেয়ে আমরা আনন্দিত ও দায়িত্বশীল। সবাইকে সঙ্গে নিয়ে বাচসাসের উন্নয়নে কাজ করবো।” সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “ভোটারদের উপস্থিতি ও সমর্থন আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। আমরা সংগঠনের সার্থকতার জন্য কাজ করে যাবো।”

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন আবু হুরায়রা মুরাদ (আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক), ইসরাত জাহান স্বর্ণা (সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক), আনিসুল হক রাশেদ (সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক), আমিনুর ইসলাম লিটন (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং রুহুল আমিন ভূঁইয়া (দপ্তর সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান এবং কমিশনার হিসেবে ছিলেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ এবং আবুল হোসেন মজুমদার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *