চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে সরকার। তিনি বলেন, সরকার কর্পোরেটদের হাতে বন্দি নয় এবং বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স সক্রিয় রয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে।
উপদেষ্টা আরও জানান, অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে কর্মীদের চিন্তার কিছু নেই, কারণ প্রতিষ্ঠান সচল রাখতে সরকার সচেষ্ট।
তিনি জানান, টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার সুপারিশ করা হয়েছে এবং ভোক্তা অধিকার আইন আরও শক্তিশালী করতে সংশোধন করা হচ্ছে। বাজারে সিন্ডিকেট ভেঙে কৃষকদের থেকে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।