বরিশাল অফিস : সরকার নির্ধারিত মূল্যে আলু, পিয়াজ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি করায় বাজারের এক আড়তদারকে পাঁচ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা ও মেয়াদোর্ত্তীণ পণ্য রাখার দায়ে অপর দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী মডেল থানার এসআই মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন।
সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে পন্য বিক্রি এবং কোন ব্যবসায়ী যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু আব্দুল্লাহ খান।
তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্নস্থানের বড় বড় পাইকারী মোকামগুলোতে দাম না কমানোর কারণে তারা ভোক্তাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি করতে পারছেন না। এজন্য পাইকারী মোকামগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার জন্য ব্যবসায়ীরা অনুরোধ করেন।