চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ ছাড়লেন আব্দুস সালাম মুর্শেদী। বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
পদত্যাগের কারণ হিসেবে বিবৃতিতে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হয়েছে। ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন মুর্শেদী।
এছাড়া দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি; ওই দুটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এই ফুটবলার।
কিছু দিন আগে আর্থিক কেলেংকারির দায়ে ফিফা বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বাফুফের একাধিক কর্মকর্তাকে। সবশেষ গত মে মাসে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিকস কমিটি ১০ হাজার সুইস ফ্র্যাঁ জরিমানা করে মুর্শেদীকেও।
দেশের ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও উঠতে শুরু করেছে পরিবর্তনের দাবি। কদিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে সংস্থাটির ভবনের সামনে অবস্থান নেয় ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’ ফ্যান গ্রুপ।
এই ডামাডোলের মধ্যে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ ছাড়লেন মুর্শেদী।