শিরোনাম

বাবুগঞ্জে উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা

Views: 37

বরিশাল অফিস :: বরিশালের বাবুগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বাবুগঞ্জ উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুব্রত বিশ্বাস দাস এর সঞ্চালনায় উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্মোঃ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু।

বাবুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আলম প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভা শেষে ৩২ টি ছাগল ও ২০টি বকনা বাছুর সহ মোট ৫২ জন উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *