বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে দাতা সদস্যদের মতামত উপেক্ষা করে নিয়োগ দানের পায়তাঁরার অভিযোগ পাওয়া গেছে। দাতা সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম সিকদার জানান, উপজেলার খানপুরা আলিম মাদ্রাসায় তিনি ও তার ওয়ারিশরা ৩০ শতাংশ জমি দান করেছেন।
মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ দাতা সদস্যদর অবহিত না করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি ওই মাদ্রাসায় ৬টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের বানিজ্যে নিয়ে তাদের পছন্দের লোকদের নিয়োগ প্রদানে পায়তাঁরার অভিযোগ করেছেন তিনি।
এছাড়াও মাদ্রাসার দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম সিকদার বলেন, দুই বছর পর পর ম্যনেজিং কমিটি হওয়ার বিধান থাকলেও সরদার খালেদ হোসেন স্বপন ২০১৪ সাল থেকে অদ্য পর্যন্ত খানপুরা আলিম মাদ্রাসায় সভাপতি পদে বহাল রয়েছে। এছাড়াও ওই মাদ্রাসার আরেক দাতা সদস্য আফারউদ্দিন হাওলাদারের পরিবারের সদস্যরা জানান, ম্যানেজিং কমিটি মাদ্রাসার কোনো বিষয় তাদেরকে কখনো অবহিত করেনি।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আ,জ,ম সামছুল আলম বলেন, নিয়োগ বিষয় সভাপতির সর্বময় ক্ষমতা বিধায় তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। খানপুরা আলিম মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সাথে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেনি।