বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার এসএসসি ২০২৩ পরীক্ষায় জিপিএ ৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত শিমুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন (কলা অনুষদ) অধ্যাপক ড. আবদুল বাছির, ডিন (আর্থ এ- এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ) অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ডিন (জীববিজ্ঞান অনুষদ) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, ডিআইজি আবুল কালাম আজাদ, বরিশাল ক্যাডেট কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল রাইহান আহমেদ (পিএসস), মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠু,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।