বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার সদর রহমতপুর ইউনিয়নে ৪০২ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিন মাস করে জন প্রতি ৯০ কেজি করে চাল পান দুস্থ নারীরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রহমতপুর ইউনিয়ন খাদ্য গুতামের সামনে বসে এসব চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।