বরিশাল অফিস :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলালের নিজ ইউনিয়নের সাধারণ জনতার সাথে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় মাধবপাশা ইউনিয়নের চন্দ্রদ্বীপ হাইস্কুল এ- কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুকুল ইসলাম মীর। মতবিনিয়ম সভায় বক্তারা কাজী ইমদাদুল হক দুলালে বিগত ৫ বছরে মাধবপাশায় দৃশ্যমান রাস্তা, কালভার্ট, স্কুল ভবনসহ অগণিত উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ সময় বক্তারা একজন সৎ ও নিরহংকারী মানুষের পক্ষে আগামী উপজেলা নির্বাচনে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পুনঃরায় বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যহত রাখার ঘোষনা দেন।
মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিদোদ্ধা আফসের উদ্দিন জোমাদ্দার, বীর-মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন আকন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল আলম ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কমল সমাদ্দার প্রমূখ।