শিরোনাম

বামনা-বদনীখালী পয়েন্টে ফেরী সার্ভিস চালু

Views: 62

বরিশাল অফিস :: দীর্ঘ প্রতিক্ষার পরে বরগুনা জেলার বামনা ও বেতাগী উপজেলার বদনীখালী পয়েন্টে বিষখালী নদীতে ফেরী চলাচল শুরু হয়েছে। এ ফেরীর মাধ্যমে পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা সাথে সরাসরি যাতায়াত সৃষ্টি হওয়ায় খুশি তিন উপজেলার জনগন। আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে বামনা উপজেলার লঞ্চঘাট এলাকার ফেরীঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে বিআইডব্লিউটিসির স্বর্নচাপা নামের মিনি ইউটিলিটি ফেরীটি বিষখালী নদীর অপরপ্রান্ত বেতাগী উপজেলার বদনীখালী ফেরীঘাটে প্রথম যাত্রা শুরু করে।

বামনা-বদনীখালী ফেরী চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান, সহকারী কমিশনার ভূমি তারিক হাসান, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার,বামনা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

জানাগেছে, ২০১৭ সালে বামনা প্রেসক্লাবের উদ্যোগে বামনা-বদনীখালী ফেরী চাই নামে একটি সংগঠন এর মাধ্যমে বিষখালী নদীতে প্রথম ফেরীর চলাচলের দাবী ওঠে। এসময় বামনা ও বেতাগীর দুই প্রান্তের কয়েক হাজার মানুষ ফেরীর দাবীতে মানববন্ধনে অংশ নেন। দীর্ঘ ৬ বছর পরে চলতি বছরের মাঝামাঝি সময়ে বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সদ্য প্রয়াত এ্যাড. হারুন অর রশিদ এর প্রচেষ্টায় বামনা-বদনীখালী পয়েন্টে ফেরী স্থাপন কাজ শুরু হয়।

আজ বুধবার প্রথম যানবাহন ও যাত্রী নিয়ে ফেরী সার্ভিসটি চালু হয়। বিষখালী নদীর বামনা-বদনীখালী পয়েন্টে ফেরী চলাচল শুরু হওয়ায় পায়রা সমূদ্র বন্দর, পটুয়াখালী, গলাচিপা, ভোলা, বামনা, মঠবাড়িয়া, বাগেরহাট, মংলা সমূদ্র বন্দর, খুলনা, যশোর, সাতক্ষীরার সাথে যাতায়াত সহজ হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *