বরিশাল অফিস :: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন হয়েছে । সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে এ প্রদর্শণীর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।
পরে ভাষাসৈনিক মোশারেফ হোসনে নান্নু, ইউসুফ হোসনে কালু, নিখিল সেনকে ভাষা সৈনিককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস, প্রফেসর শাহ সাজেদা, বরিশাল চারুকলার সভাপতি অধ্যাপক দিপংকর চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটি বরিশাল জেলার সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক নজমুল হোসেন আকাশ, নারী নেত্রী টুনু কর্মকার, বরিশাল রিপার্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল রির্পোটার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ সদস্যরা।