শিরোনাম

বিএনপির জাতীয় ঐক্যের দাবির সঙ্গে একমত জামায়াত

Views: 10

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে তারা একমত। গত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার, দলের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বৈঠকে আমরা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং একমত হয়েছি যে, দেশের সকল মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকলের একমত হওয়া প্রয়োজন। এ জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাই।”

তিনি আরও জানান, জাতীয় ঐক্য গঠন নিয়ে আলোচনা হয়েছে তবে, নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। “আমরা আগে যে দাবি জানিয়েছি, তা হলো কিছু নির্দিষ্ট সংস্কারের পর দ্রুত নির্বাচন আয়োজনের দাবি,” বলেন ডা. শফিকুর রহমান।

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে, এ বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “শুধু ইসকন নয়, যারা দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে। এ আলোচনা হয়েছে কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন দিকে এগিয়ে যাওয়া যায়, কীভাবে প্রশাসনে গতি আনা যায় এবং কিভাবে জাতীয় ঐক্য করা যায়।”

ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বলেন, “বর্তমানে জিনিসপত্রের উচ্চমূল্যে মানুষের কষ্ট হচ্ছে। এটি লাঘব করার জন্য আলোচনা হয়েছে এবং আমরা পরামর্শ করেছি যাতে রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *