বরিশাল অফিস: বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে কমিশন তফসিল পেছানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান।
তিনি বলেন, আমরা চাই, জনগণও চায় শতভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিক। কিন্তু ওনাদের (বিএনপি) এজেন্ডা একটু আলাদা। যা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজও না। রাজনৈতিক দল যে সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা স্বাগত জানাবো।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে ইসি হাবিব বলেন, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে আমরা (কমিশন) তৃপ্তি পাবো। আমরা চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষ্যে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।
এসময় তিনি বলেন, আমরা ডিসি, এসপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সবার কাছ থেকে শতভাগ সহায়তা পেয়ে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত আসতে বাধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারলো কিনা এটা খেয়াল রাখতে হবে। ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশি শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সবকিছুই জিরো।