বরিশাল অফিস :: দেশের সর্ববৃহত সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সাংগঠনিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
দুইদিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ কর্মসূচি ঘোষণা করেছেন।
সাগরকন্যা কুয়াকাটার বিএমএ ভবনের সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির শপথগ্রহন, পরিচিতি মিলন মেলা ও সাধারণ সভার সমাপনী দিনে ঘোষিত কর্মসূচিতে আগামী মার্চ মাস থেকে মেয়াদোত্তীর্ন ও নিস্কৃয় শাখা কমিটির তালিকাকরণ, ১-৭ মে অস্টম জাতীয় গণমাধ্যম সপ্তাহ সারাদেশের উপজেলা-জেলাসমূহের আয়োজনে কর্মসূচী গ্রহন, গণমাধ্যম সপ্তাহের আগে সকল শাখার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। পাশাপাশি অবিলম্বে সরকার কর্তৃৃক সাংবাদিকদের ১০ম ওয়েজবোর্ড গঠণসহ সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকার কাজ সম্পন্নের দাবিতে
তথ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রকাশ করার দাবিতে আগামী ১৫ মার্চ সকল জেলা ও উপজেলা থেকে জাতীয় সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, আব্দুল হাকিম রানা, মিজানুর রশিদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মিজানুর রহমান, সৈয়দ খায়য়ল আলম, মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরী, মোঃ কামরুজ্জামান, ফয়সাল আজম অপু, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বুলেট, সহ-সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, অমরেশ দত্ত জয়, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভুইয়া, উপ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, প্রশিক্ষণ বিষয়ক উপ-কমিটির সদস্য জাবির হোসেন, আইটি বিষয়ক উপ-কমিটির সদস্য ইব্রাহিম শরীফ মুন্না, মৃধা মোঃ আফসার উদ্দিন, সদস্য কাজী নোমান উপস্থিত ছিলেন।
সভায় কেক কেটে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির থিম সং উদ্বোধন করা হয়েছে। থিম সং টি লিখেছেন এবং সুর করেছেন গৌরনদীর সাংবাদিক সুমন তালুকদার।