পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে বিএসএফ। ইসলামপুর, চোপড়া ও সিতাই সীমান্তের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, এবং তারা নারীদের ওপর নির্যাতন করছে। মমতা বলেন, “কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না কেন?”
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এসব মন্তব্য করেন মমতা ব্যানার্জী। তিনি সীমান্তে শান্তি বজায় রাখার কথা বলেন এবং দুই বাংলার মধ্যে ভালো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আমরা চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক।”
মমতা অভিযোগ করেন, বিজেপি সরকারের বিরুদ্ধে গুন্ডা পাঠিয়ে সীমান্ত দিয়ে লোক ঢোকানোর কাজ করা হচ্ছে। তিনি বলেন, “বিএসএফের অনেক ভেতরের কাজ এটি, আর এর মধ্যে কেন্দ্রীয় সরকারের নীলনকশা রয়েছে।” মমতা কেন্দ্রকে একটি কড়া চিঠি দেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, “এটি তৃণমূল কংগ্রেসের কাজ নয়, বিএসএফের কাজ।”
এ সময়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়ে মমতা বলেন, “কোন কোন জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটছে, এগুলো চিহ্নিত করুন।” তিনি আরও বলেন, “সীমান্ত রক্ষা আমাদের হাতে নয়, এটি বিএসএফের হাতে।”