শিরোনাম

বিগ ব্যাশে অদ্ভুতভাবে আহত ওয়ার্নার

Views: 6

বিগ ব্যাশ লিগে ঘটল এক অদ্ভুত ঘটনা, যেখানে ব্যাটের আঘাতে আহত হলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। সিডনি থান্ডার এবং হোবার্ট হ্যারিকেন্সের ম্যাচে এই দৃশ্যটি দেখা যায়। তবে, চোট পেলেও দমে যাননি তিনি এবং দলের ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন।

ক্রিকেটে ব্যাট ভাঙার ঘটনা নতুন নয়। অনেক সময় দেখা যায়, ব্যাটারের শট নেওয়ার পর ব্যাটের একাংশ উড়ে যায় বা ব্যাট হাতে ছুটে গিয়ে ফিল্ডিং খেলোয়াড়দের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। কিন্তু ওয়ার্নারের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি।

এ ঘটনায়, হোবার্টের রাইলি মেরেডিথের বল মিড অফে বাউন্ডারি মারার পর ওয়ার্নারের ব্যাটের হাতল থেকে বাকি অংশ আলগা হয়ে যায়। সুইংয়ের শেষ মুহূর্তে আলগা হওয়া অংশ এসে ওয়ার্নারের ঘাড়ে লাগে। চমকে ওঠেন ওয়ার্নার নিজেও, তবে বড় কোনো চোট পাননি তিনি। হেলমেট থাকায় এই যাত্রায় নিরাপদে ছিলেন। তবুও দলের চিকিৎসক এসে তাকে পরীক্ষা করে যান।

ব্যাট বদল করে ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন ওয়ার্নার। তিনি খেলেন ৮৮ রানের অপরাজিত ইনিংস। যদিও সিডনি থান্ডার ম্যাচটি জিততে পারেনি, তবে ওয়ার্নারের ইনিংসের সুবাদে তারা ১৬৪ রান সংগ্রহ করে। অন্যদিকে, টিম ডেভিডের ৩৮ বলে ৬৮ রানের ইনিংসে হোবার্ট হ্যারিকেন্স ১৬.৫ ওভারে ম্যাচটি জিতে নেয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *