মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীদের সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে একটি সমাবেশ ও র্যালির আয়োজন করেছে। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সহদপ্তর সম্পাদক ও সমন্বয়ক আবদুস সাত্তার সুমন।
অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করবে। র্যালিটি সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হবে। র্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।