জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই, বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না।” তিনি বলেন, এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, এবং কেউ বাংলাদেশকে ছোট চোখে দেখবে এমনটি হতে দেবে না। বাংলাদেশ সবসময় মাথা উঁচু করে সম্মানের সঙ্গে থাকবে এবং কাউকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে এসব মন্তব্য করেন জামায়াতের আমির।
তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশ হবে সাম্যের। তবে এর জন্য আমাদের সংগ্রাম করতে হবে।” জামায়াতের আমির আশা প্রকাশ করেন যে, একটি সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গঠনে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, এবং ইতিবাচক সমালোচনার আহ্বান জানান।
নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সুষ্ঠু কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়েও জামায়াতের আমির বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারী-পুরুষ উভয়েই সম্মানের সাথে দায়িত্ব পালন করবে এবং কোনো অবস্থাতেই নারীকে তার কাজ থেকে পিছিয়ে রাখা হবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য হল এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে সন্তানরা শিক্ষাজীবন শেষে চাকরির জন্য কোনো “মামা-খালু”র পেছনে দৌড়াবে না। তিনি নিশ্চিত করেন, জামায়াত ইসলামী এই বিষয়টি বাস্তবায়ন করবে।
নাটোরের প্রসঙ্গে তিনি বলেন, “নাটোরের মানুষ কোনো অপরাধ করেনি। তবুও এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই।” এ জন্য তিনি বর্তমান সরকারের কাছে দাবী জানান, অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতে।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “ক্ষমতায় আসা বিভিন্ন দল জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করেনি। তারা দেশের মানুষকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি অত্যাচার করেছে ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার, যারা জনগণের ওপর নানা নিপীড়ন চালিয়েছে।” তিনি বলেন, ২০০৬ সালে ক্ষমতায় আসার আগে “লগি-বৈঠার তাণ্ডব” চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং ক্ষমতায় থাকার শেষদিনে ৫ আগস্ট হাজার হাজার মানুষকে গণহত্যা করা হয়েছিল।
এছাড়াও তিনি নির্বাচনের প্রসঙ্গে বলেন, “নির্বাচন সেই সকল নেতাদের জন্য যারা মানুষের সম্মান করবে এবং দেশের প্রতি ইঞ্চি দায়িত্বে অবিচল থাকবে।” তিনি আরো বলেন, “ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে তিনটি নির্বাচনে তাণ্ডব চালিয়েছে।” জামায়াত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, এবং বর্তমান সরকারের কাছে দাবি জানায় যেন তারা নির্বাচনী সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে।
কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী নাটোর জেলার আমির অধ্যাপক ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম