শিরোনাম

বিদেশি বিনিয়োগ বাড়াতে বেপজাকে প্রচারণা জোরদারের নির্দেশ : প্রধান উপদেষ্টা

Views: 6

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বিশেষ প্রচারণার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক কূটনীতি উন্নয়নে একটি টিম গঠন করুন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিদেশে প্রচারণা চালান। চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে তারা ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে পারে।”

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান প্রতিবেদনে উল্লেখ করেন, বর্তমানে দেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে। এর মধ্যে ৪৫২টি কারখানা চালু এবং ১৩৬টি নির্মাণাধীন। এগুলোর ৫২ শতাংশ তৈরি পোশাক ও টেক্সটাইল সামগ্রী উৎপাদন করে। বাকিগুলো বিভিন্ন পণ্য উৎপাদন করে, যার মধ্যে রয়েছে খেলনা ও কফিন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, বন্ডেড গুদামের সুবিধা এবং চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান সংযোগ চালুর মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

অধ্যাপক ইউনূস সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা এবং জ্বালানি আমদানি করে লাভবান হওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়া, রপ্তানি অঞ্চলগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব দেন। আর বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অর্থনৈতিক কূটনীতিকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মূখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *