শিরোনাম

‘বিদেশে গ্রেপ্তারকৃত ৯০ শতাংশ ভিক্ষুক পাকিস্তানি’

Views: 72

চন্দ্রদীপ ডেস্ক : বিদেশে আটক হওয়া ৯০ শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি। পাশাপাশি সৌদি আরবের হারাম শরিফের মতো পবিত্র স্থানগুলোতে আটক হওয়া অধিকাংশ পকেটমারই পাকিস্তানের বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার। খবর ডনের।

প্রবাসি পাকিস্তানি বিষয়ক সিনেটের স্থায়ী কমিটি বুধবার বলেছে, পাকিস্তান থেকে ক্রমবর্ধমান সংখ্যক ভিক্ষুক বিদেশে পাড়ি জমাচ্ছে যার কারণে মানব পাচার বেড়ে যাচ্ছে। দেশটির দক্ষ ও অদক্ষ শ্রমিক দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে সিনেট প্যানেলে আলোচনায় এ তথ্য জানান জুলফিকার হায়দার।

হায়দার কমিটিকে বলেছেন, বিদেশে গ্রেপ্তারকৃত ৯০ শতাংশ ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। অনেক ভিক্ষুক সৌদি আরব, ইরান এবং ইরাক ভ্রমণের জন্য হজযাত্রীদের ভিসাকে কাজে লাগিয়েছে। এমনকি হারামের মতো পবিত্র জায়গাগুলোতে আটক হওয়া উল্লেখযোগ্য সংখ্যক পকেটমারও পাকিস্তানি নাগরিক।

আলোচনাকালে হায়দার আরও উল্লেখ করেন, এই ধরনের ব্যক্তিদের জন্য বর্তমানে নতুন গন্তব্য হচ্ছে জাপান।

হাসান আরও বলেন, পাকিস্তানে প্রায় ৫০ হাজার প্রকৌশলী বেকার ছিলেন। এদিকে ভারত চাঁদে যায় আর আমরা প্রতিদিন হোঁচট খাই। আমাদের লোকেরা এখন নেপাল ও ভারতের শ্রমিকদের তুলনায় কম মজুরিতেও কাজ করতে রাজি।’

বিদেশি নিয়োগকর্তাদের দৃষ্টিতে পাকিস্তানি কর্মীদের দক্ষতা এবং বিশ্বস্ততার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হায়দার স্বীকার করেছেন যে বাংলাদেশ ও ভারত এই দিক থেকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *