রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার সমস্যা সমাধান এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সকল বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশী বিনিয়োগকারীদের সাথে বৈঠককালে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঁচটি বিনিয়োগ সংস্থাকে একত্রে নিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে বলেন।
বৈঠক শেষে, ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বাংলাদেশের বিনিয়োগের সমস্যা, বিশেষ করে ভূমি অধিকার সম্পর্কিত জটিলতা তুলে ধরেন এবং বড় আকারের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেন।
এছাড়া, কোরিয়ান ইপিজেডের জমি সমস্যা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান হবে বলে আশ্বাস দেন কিহাক সাং। তিনি বলেন, “আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশের সবার জন্য মডেল হোক। আশা করি এটি বড় বিনিয়োগ আকর্ষণ করবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।”
ড. ইউনূস চট্টগ্রাম বন্দরের কার্যক্রম উন্নত করার জন্য ইতোমধ্যে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন এবং দ্রুত রপ্তানির জন্য গ্রিন চ্যানেল চালুর কথাও জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দ্রুত শিপমেন্টের ব্যবস্থা নেয়া হলে, অর্থনীতির গতিশীলতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, কোরিয়ায় একটি বৃহৎ টেক্সটাইল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান কিহাক সাং। তিনি এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদান করার আশ্বাসও দেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম