বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ সালের আসরের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এই জমজমাট টুর্নামেন্ট। এবারের আসরে ৭টি দল অংশ নেবে, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএল সূচি ঘোষণা করেছে।
বিপিএলের এবারের আসর শুরু হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার লড়াই দিয়ে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
প্রথমদিন, দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে। বিপিএলের ঢাকা পর্ব এবার বেশ সংক্ষিপ্ত রাখা হয়েছে। ঢাকায় মোট চারটি দিন ম্যাচ অনুষ্ঠিত হবে। এই চার দিনে মোট আটটি ম্যাচ হবে, যা অনুষ্ঠিত হবে ৩০, ৩১ ডিসেম্বর এবং ২, ৩ জানুয়ারি।
ঢাকার পর, সিলেট পর্ব শুরু হবে ৬ জানুয়ারি এবং চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এর পর চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এবারের বিপিএলের ফাইনাল ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকায়। তার আগে, ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
এবারের বিপিএল দলসমূহ : এই বছরের বিপিএলে সাতটি দল অংশ নেবে: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম