Views: 5
চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে এবার দলে ভিড়িয়েছে তারা।
ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে আফ্রিদির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং ম্যাজিশিয়ান এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে সাউদার্ন আর্মি হতে যাচ্ছেন শাহিন আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
আফ্রিদিকে দলে ভিড়িয়ে ফ্র্যাঞ্চাইজিটি এতটাই উচ্ছ্বসিত যে, বরিশালের আঞ্চলিক ভাষায় তাকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘ও মনু, শাহীন ভাই কিন্তু আইয়া পড়ছে!’