চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা গানের যুবরাজ হিসেবে পরিচিত আসিফ আকবরের একটি নতুন মিউজিক ভিডিওতে কাজ করেছেন বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ছয় বছরের প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন শিরিন, যার বর আবিদুল মোহাইমিন সাজিল, একজন ফার্মাসিস্ট এবং ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী।
শিরিন শিলা আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ গানের মডেল হিসেবে পরিচিত। এবার তিনি আসিফের নতুন গান ‘আমার হবি তুই’ এ কাজ করছেন। যদিও এবার আসিফ গান গাইলেও মডেল হিসেবে উপস্থিত থাকছেন না, তার বদলে রয়েছেন অমিত হাসান।
গানটির কথা ও সুর করেছেন বাহাউদ্দীন রিমন, এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। ভিডিওর পরিচালনা করেছেন সামছুল হুদা, এবং গত ১৮ অক্টোবর রাজধানীর অদূরে পূবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।
শিরিন শিলা বলেন, “সদ্যই আমার বিয়ে হয়েছে, তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। কিন্তু আসিফ ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার পেয়ে তা না করতে পারিনি। গানটি শুনে আমার ভালো লেগেছে এবং আমি আশা করি দর্শক এটি পছন্দ করবে।”
সর্বশেষ, শিরিন শিলাকে ‘শেষ বাজি’ সিনেমায় দেখা গেছে, যেখানে তার সহশিল্পীরা ছিলেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম এবং সিলভি।