চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। টানা দুই ম্যাচ হেরে অনেকটা ভাল অবস্থানে নেই তারা। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চাই পাকিস্তান। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজের পরিবর্তে একাদশে ফিরেছেন শাদাব খান।
অপরদিকে, বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। তবে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দেয় আফগানরা। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে চায় তারা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। পেসার ফজলহক ফারুকীর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নূর আহমেদ।