শিরোনাম

বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটিরও বেশি মানুষ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

Views: 11

বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রকোপ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিশ্বের ৮০ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত, যা একটি গুরুতর স্বাস্থ্য সংকটের দিকে ইঙ্গিত করছে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয়, যার উদ্দেশ্য ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং রোগটির প্রতিরোধে বিশ্ববাসীকে অবহিত করা। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল “ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার”।

গবেষণায় জানা গেছে, গত ৩০ বছরে ডায়াবেটিস রোগী সংখ্যা দ্বিগুণ হয়ে ৮০ কোটির বেশি পৌঁছেছে। ১৯৯০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ৭% থেকে ১৪% বৃদ্ধি পেয়ে গেছে। বিশেষ করে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে এই বৃদ্ধি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। ভারতের ২১২ মিলিয়ন, চীনের ১৪৮ মিলিয়ন, যুক্তরাষ্ট্রের ৪২ মিলিয়ন, এবং পাকিস্তানের ৩৬ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিসের প্রকোপ বাড়ানোর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপের অভাব, এবং অর্থনৈতিক দুর্দশা। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি মনোযোগ দেয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই রোগের প্রকোপ কমানো সম্ভব হয়।

বিশ্বব্যাপী ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *