শিরোনাম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র আন্দোলনের বার্তা জেসিয়ার পোশাকে

Views: 22

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বব্যাপী জনপ্রিয় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ২০-এ জায়গা করে নেন তিনি।

প্রতিযোগিতার অংশ হিসেবে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনো গ্ল্যামারাস লুকে দর্শকদের নজর কাড়েন আবার কখনো প্রতিবাদী বার্তা তুলে ধরেন তার পোশাকের মাধ্যমে। সম্প্রতি থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে প্রদর্শিত জেসিয়ার একটি বিশেষ পোশাক বেশ আলোচনায় এসেছে, যা বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।

জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ও শব্দ নিয়ে তৈরি এই পোশাকের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। গাউনের পেছনে ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#বিচার_চাই’-এর মতো বার্তাগুলো, যা দর্শকদের মাঝে প্রচণ্ড সাড়া ফেলেছে। পোশাকের সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িটি ‘সোনার বাংলা’র প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।

ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, “সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।” এর মাধ্যমে জেসিয়া তার দেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটান।

এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা, প্রথম রানার আপ ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি, এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া সেরা ২০-এ পৌঁছেই প্রতিযোগিতার মঞ্চ থেকে বিদায় নেন, তবে এই অর্জনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিনোদন অঙ্গনে পা রাখেন জেসিয়া। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই প্রতিভাবান মডেল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *