চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বজুড়ে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে দিন কাটাচ্ছেন, এবং তাদের মধ্যে প্রায় অর্ধেকই সংঘাতপূর্ণ দেশগুলোতে বসবাস করছেন। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চরম দারিদ্র্যের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক। ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ২৩ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যে জীবনযাপন করছেন। ভারতের পরেই দারিদ্র্যের শীর্ষে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এই পাঁচ দেশের মধ্যে প্রায় অর্ধেক দারিদ্র্যের শিকার।
গত ১৭ অক্টোবর প্রকাশিত ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) যৌথ গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘাতপূর্ণ দেশগুলোতে দারিদ্র্যের হার অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এসব দেশে পুষ্টি, পানি, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশনের মতো মৌলিক সেবাগুলোতে বড় ধরনের ঘাটতি রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ৪৫ কোটি ৫০ লাখ মানুষ সরাসরি সংঘাত বা দ্বন্দ্বপূর্ণ অঞ্চলে বসবাস করছেন। এর মধ্যে ৫৮ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার, যার বড় অংশই শিশু। সংঘাতময় দেশগুলোতে শিশু মৃত্যুর হার শান্তিপূর্ণ দেশগুলোর তুলনায় আট গুণ বেশি।
অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) পরিচালক সাবিনা আলকির বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে দারিদ্র্য নিরসনের গতি খুব ধীর। এ কারণে এসব অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠী পিছিয়ে পড়ছে। ইউএনডিপির প্রধান পরিসংখ্যানবিদ ইয়ানচুন ঝাং বলেন, এসব দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক চাহিদা পূরণ একটি কঠিন এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শান্তি ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়।