চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ধনী নারীর তালিকায় বরাবরের মতোই আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এই তালিকায় চীনের পাশাপাশি এগিয়ে আসছে ভারতও। এদের কেউ কেউ উত্তরাধিকারী সূত্রে বিলিয়নেয়ার হলেও অনেকেই প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে স্বপ্রচেষ্টায় বিলিয়নেয়ার হচ্ছেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে ঘিরে নারী বিলিয়নেয়ারের সংখ্যা অনুযায়ী দেশের তালিকা প্রকাশ করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইনডেক্স।
এ তালিকা তৈরিতে ফোর্বস ম্যাগাজিনের লাইভ বিলিয়নেয়ার ট্র্যাকার ব্যবহার করা হয়েছে।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।
বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন ফরাসি বিলিয়নেয়ার ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। বর্তমানে পরিবারসহ তাঁর নেট সম্পদ ৯৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার নারী অ্যালিস ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ৬৩.৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক জুলিয়া কোচ। তাঁর সম্পদের পরিমাণ ৫৯.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের চকোলেট ও কনফেকশনারি জায়ান্ট মার্স এর জেকুলিন মার্স চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সম্পদ ৩৯.৫ বিলিয়ন ডলার। সিটি ইনডেক্সের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি পাঁচজন ধনী নারীর মধ্যে চারজনই আমেরিকার।