শিরোনাম

বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

Views: 5

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে যে আদেশ জারি করা হয়েছিল, তা বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের জেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।

সংঘর্ষে প্রাণহানি ও উত্তেজনা সৃষ্টির পর ইজতেমা ময়দানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ প্রত্যাহার করা হলো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *