শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই আফগানদের।
টস জিতে আফগান অধিনায়ক জানিয়েছেন, আবহাওয়া ও পিচ দেখে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া দলে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান হাসমতউল্লাহ।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, তারা লক্ষ্য তাড়া করে ভালোভাবে জিততে পারেন না। তবে আজ ভালো করার সুযোগ এসেছে। মার্কো জানসেন ও তেবরিয়াজ শামসি বিশ্রামে আছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন অ্যান্ডিল ফেহলাকওয়াইও ও জেরাল্ড কোয়েতজি
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, নুর আহমদ, নাভিন-উল হক।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, জেরাল্ড কোয়েতজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।