বরিশাল অফিস :: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্মার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই পতিপাদ্য নিয়ে বরিশাল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী,বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বরিশালের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক কেএসএ মহিউদ্দিন মানিক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক অপূর্ব অধিকারীসহ বিভিন্ন অতিথিরাসহ ক্যাব এর সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে আলোচনায় অতিথি বৃন্দরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।