Views: 50
অর্ণব শরীফ (বরগুনা): ঝড়ের কবলে পড়ে বিষখালী নদীতে মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ জেলে আবুল হোসেনের (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় জেলেরা পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়ায় চরের কাছে থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে পুলিশকে জানানো হয়। নিহত জেলের আপন ভাই আবু জাফর ও তার ছেলে মাহমুদুল হাসান মরদেহ শনাক্ত করেছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ১টার দিকে পাথরঘাটার রায়হানপুর উপজেলার জিন্নাত আলী মুসুল্লির ছেলে আবুল হোসেন নৌকা নিয়ে বিষখালী নদীতে মাছ ধরতে নামেন।
অনেকটা সময় পার হলেও তিনি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে কাকচিরা লঞ্চটার্মিনাল এর সন্নিকটে তার নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও সে সময় তাকে খুঁজে পাওয়া যায়নি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম হাওলাদার বলেন, সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ আবুল হোসেনের বলে শনাক্ত করেছেন।