মো:আল-আমিন, পটুয়াখালী: ” কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় চাই”-এই প্রতিপাদ্য নিয়ে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য,পদসৃজন, নিরসন সহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের যুক্তিক দাবি সমূহ আদায়ে বিসিএস সাধারন শিক্ষা সমিতি পটুয়াখালী জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রফেসর লাউঞ্জে সংবাদ সম্মেলন আয়োজনে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক।
উক্ত সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমিন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, প্রফেসর মোঃ শহিদুল আলম খান, প্রফেসর মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান সহ সমিতির বাকি সদস্যরা এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।