শিরোনাম

বিসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী

Views: 71

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশন এলাকায় চলমান সকল উন্নয়নমূলক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী। সোমবার বিকেলে প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মুঠো ফোনে তিনি এ কথা বলেন।

প্রশাসক শওকত আলী বলেন, সিটি করপোরেশনের দুটি কাজ একটি হচ্ছে উন্নয়ন এবং অপরটি হচ্ছে সেবা প্রদান। আমি এই দুটি কাজকেই প্রাধান্য দিতে চাই। সিটি করপোরেশনের অধীনে যত উন্নয়নমূলক কাজ চলমান ছিলো চা চলমান থাকবে। এ বিষয়ে যা যা পদক্ষেপ দরকার হবে তা গ্রহণ করা হবে।

এছাড়া সিটি এলাকার নাগরিকদের সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এসময় তিনি কর্মরত সবাইকে সঠিক সময়ে অফিসে আসা এবং ত্যাগ করার নির্দেশনা দেন। এছাড়া যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।

তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করে বলেন, আপনারা আমাকে সহযোগীতা না করলে আমার দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়বে। এসময় সকল কর্মকর্তা-কর্মচারী তাকে সর্বাত্মক সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার দুপুরে বরিশাল সিটি মেয়রকে দায়িত্ব থেকে অপসারন করে প্রজ্ঞাপন জারী করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পরক্ষনেই বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কে প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারী করা হয়। এতে বলা হয় ‘নিয়োগকৃত প্রশাসকগন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ আইন ২০২৪ এর ধারা ২৫ক এর উপ ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত বর্তমানে সরকারী ও বিদেশী অর্থায়ন মিলিয়ে নগরীতে অন্তত আড়াইশ কোটি টাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যা ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে থমকে যায়। মেয়র আবুল খায়ের আবদুল্লাহ আত্মগোপনে চলে যান। পাশাপাশি এসব উন্নয়নমূলক কাজের অধিকাংশ ঠিকাদার আত্মগোপনে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় সকল উন্নয়নমুলক কাজ।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *