Views: 11
চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছর সাহিত্যকর্মের সর্বোচ্চ পুরস্কার ‘বুকার’ জিতেছন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাস ‘অরবিটাল’ দিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একটি দলের দৈনন্দিন ঘটনা প্রবাহে মধ্য দিয়ে উপন্যাসটিতে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয়েছে।
উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে।
পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে।