Views: 54
পটুয়াখালী প্রতিনিধি :: তীব্রতাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনায় পটুয়াখালীতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউতলার বালুর মাঠে (কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তরপাশে) ওলামা মাশায়েক পরিষদ এ নামাজের আয়োজন করেন। পটুয়াখালী সরকারি কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোতাসসিমবিল্লাহ জুনায়েদ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন।
শহরের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষ নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকিতি পরিবেশের সৃষ্টি হয়।