পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েে মাঠে প্রচন্ড রোদে দাঁড়িয়ে ইসতিসকার বৃষ্টির জন্য নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
ধর্মপ্রাণ মুসলিমদের আয়োজনে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দুহাত তুলে মহান সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ফেলে মহান আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করে তীব্র তাপদাহ থেকে মুক্তি,ফসল রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করেন।
আরো পড়ুন : বৃষ্টি চেয়ে বাউফলে ইসতিসকার সালাত, অংশ নিলেন এমপি আসম ফিরোজ
ইমামতি ও দোয়া পরিচালনা করেন দশমিনা সরকারি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ রেজাউল করিম।
এসময় নামাজ পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন চরহোসনাবাদ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন কবির,নলখোলা বাজার জামে মসজিদের ইমাম ও খতি মাওলানা কবির হোসেন।
দশমিনা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
এর আগে নামাজের শুরুতেই ইমাম সাহেব ইসতিসকারের নামাজ সম্পর্কে আলোচনা করে।