চন্দ্রদ্বীপ ডেস্ক: কানপুর টেস্টে বেরসিক বৃষ্টি হানা দিতে পারে এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়। এরপর দ্বিতীয় দিনের পুরোটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। আজ (রোববার) তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো খেলা শুরু করা যায়নি।
যদিও সকাল থেকে কোনো বৃষ্টি নেই কানপুরের গ্রিন পার্কে। তবু খেলার উপযুক্ত করা যায়নি মাঠ। তাই অপেক্ষা কেবলই বাড়ছে। প্রথম সেশনের পর দ্বিতীয়টিও ভেসে যাওয়ার পথে। আদৌ আজ খেলা মাঠে গড়ায় কি না সে নিয়েও আছে শঙ্কা l সাধারণত খেলা নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হলে প্রথম সেশন চলতো বেলা ১২টা পর্যন্ত। কিন্তু সাড়ে ১০টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হতে পারেননি। ফলে আবারও পর্যবেক্ষণের সময় নির্ধারণ করা হয় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়)।